www.chini24.online

www.chini24.online detailed reporting and presentation of information about current events, issues, or stories.

Subscribe Us

Sunday, 2 February 2025

নগ্ন পোশাকে গ্র্যামিতে কানইয়ের স্ত্রী বিয়াঙ্কা, তারপর যা হলো

 

কানইয়ে এখন আলোচিত স্ত্রী বিয়াঙ্কার পোশাকের কারণে
কানইয়ে এখন আলোচিত স্ত্রী বিয়াঙ্কার পোশাকের কারণেছবি: ইনস্টাগ্রাম থেকে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসরে যে মার্কিন র‍্যাপার কানইয়ে ওয়েস্ট আসবেন, এটা অপ্রত্যাশিতও ছিল। গতকাল রাতে (বাংলাদেশ সময় আজ সকাল) বসেছিল এ আসর। সেখানে ৪৭ বছর বয়সী কানইয়ে লালগালিচায় হাজির হন স্ত্রী বিয়াঙ্কা সেনসরির সঙ্গে। গ্র্যামির আসরে কানইয়ে শেষবার এসেছিলেন ৬ বছর আগে, মঞ্চে উঠেছিলেন ‘অনলি ওয়ান’ গানটি গাওয়ার জন্য। সেটা তিনি লিখেছিলেন মেয়ে নর্থ ও প্রয়াত মা ডোন্ডার জন্য।

তবে বিরতি দিয়ে উপস্থিতির কারণে নয়, কানইয়ে এখন আলোচিত স্ত্রী বিয়াঙ্কার পোশাকের কারণে। ঘটনার শেষ এখানেই নয়। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই গুঞ্জন ওঠে, পোশাকের কারণে এই দম্পতিকে অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। তবে সব জল্পনাকল্পনার শেষে দেখা গেল, তেমন কিছু হয়নি। বরং লালগালিচায় ছবি তোলার পর গাড়িতে উঠে চলে যান নিজেরাই, স্বেচ্ছায়। পুলিশ ও গ্র্যামির নিরাপত্তাকর্মীরা তাঁদের বের করে দেননি।

৪৭ বছর বয়সী কানইয়ে ও তাঁর ৩০ বছর বয়সী স্ত্রী বিয়াঙ্কা দুজনেই প্রথমে পরে এসেছিলেন কালো রঙের পোশাক। ওয়েস্টের গায়ে ছিল কালো প্যান্ট আর টি-শার্ট। বিয়াঙ্কা পরেছিলেন কালো রঙের পশমের একটি ওভারকোট। লালগালিচায় তিনি সেটি খুলে ফেলেন। কোনো রকম অন্তর্বাস ছাড়াই স্বচ্ছ নুড রঙের ইনার পরেছিলেন। মসৃণ খোঁপা ও মেকআপ ছিল ন্যূনতম। ওয়েস্টকে এবার গ্র্যামিতে সেরা র‍্যাপ গানের জন্য মনোনীত প্রার্থী হিসেবেই আমন্ত্রণ জানানো হয়েছিল।

অনেকটা স্বচ্ছ পোশাক পরেছিলেন ক্রিসি টাইগেন
অনেকটা স্বচ্ছ পোশাক পরেছিলেন ক্রিসি টাইগেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
গ্র্যামিতে উইলো স্মিথ (ডানে) পরেছেন জমকালো বুস্টিয়ার ও ম্যাচিং ব্রিফ, পায়ে ছিল ভার্চাসের প্ল্যাটফর্ম পাম্প ও ম্যাককুইন ব্র্যান্ডের একটা লম্বা টেইলর কাটের জ্যাকেট
গ্র্যামিতে উইলো স্মিথ (ডানে) পরেছেন জমকালো বুস্টিয়ার ও ম্যাচিং ব্রিফ, পায়ে ছিল ভার্চাসের প্ল্যাটফর্ম পাম্প ও ম্যাককুইন ব্র্যান্ডের একটা লম্বা টেইলর কাটের জ্যাকেট
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিয়াঙ্কা সেনসরি ছাড়াও ক্রিসি টাইগেন ও উইলো স্মিথও অনেকটা স্বচ্ছ পোশাক পরেছিলেন। ৩৯ বছর বয়সী ক্রিসি টাইগেন লালগালিচায় হাঁটেন ক্রিশ্চিয়ান সিরিয়ানোর স্ট্র্যাপলেস ফিশনেট গাউন পরে। কানে ছিল কালো দুল, আঙুলে কয়েকটি আংটি। লালগালিচায় অন্তর্বাসের ট্রেন্ড সেট করেছেন উইলো স্মিথ। এবারের গ্র্যামিতে স্মিথ পরেছেন জমকালো বুস্টিয়ার ও ম্যাচিং ব্রিফ, পায়ে ছিল ভার্চাসের প্ল্যাটফর্ম পাম্প ও ম্যাককুইন ব্র্যান্ডের একটা লম্বা টেইলর কাটের জ্যাকেট। আঙুলে ছিল সোনা ও হীরার স্টেটমেন্ট আংটি।

No comments:

Post a Comment

Powered by Blogger.

Search This Blog

About Us

About Us
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Editors Choice

3/recent/post-list