www.chini24.online

www.chini24.online detailed reporting and presentation of information about current events, issues, or stories.

Subscribe Us

Monday, 3 February 2025

বিয়ন্সে নাকি লামার, গ্র্যামিতে বাজিমাত করলেন কে

 

গ্র্যামি হাতে বিয়ন্সে। রয়টার্স
গ্র্যামি হাতে বিয়ন্সে। রয়টার্স

সর্বোচ্চ ৩২ গ্র্যামি জয়ের রেকর্ডটা তাঁর দখলে আগে থেকেই ছিল, সবচেয়ে বেশি মনোনয়নের রেকর্ডটাও এবার বাগিয়ে নিয়েছিলেন বিয়ন্সে। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছিলেন বিয়ন্সে। তাই সবার চোখ ছিল গায়িকার দিকেই। তবে মূল পুরস্কার অনুষ্ঠানে বিয়ন্সেকে ছাড়িয়ে গেছে কেনড্রিক লামার। এতে অবশ্য বিয়ন্সের রেকর্ড আটকায়নি। গতকাল রাতে (বাংলাদেশ সময় আজ সকাল) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় বসেছিল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে কে জিতলেন গ্র্যামি? জেনে নেওয়া যাক এএফপি, ভ্যারাইটি অবলম্বনে।

সেরা নবীন শিল্পী বিভাগে পুরস্কার জিতেছেন রোন। রয়টার্স
সেরা নবীন শিল্পী বিভাগে পুরস্কার জিতেছেন রোন। রয়টার্স

গত বছর আলোচনায় ছিলেন তরুণ গায়িকা চ্যাপেল রোন। ২৬ বছর বয়সী এই গায়িকা এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা নতুন শিল্পীর পুরস্কার পেয়েছেন, গ্র্যামিতে ছয় বিভাগে মনোনয়ন পেয়ে চমকে দিয়েছেন। এ ছাড়া জায়গা পেয়েছেন বিবিসির করা ‘সাউন্ড অব ২০২৫’-এর তালিকায়। গ্র্যামিতেও সেরা নবীন শিল্পী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। সাবরিনা কার্পেন্টার, টেডি সুইমসের মতো শিল্পীদের পেছনে ফেলে পুরস্কার জিতেছেন রোন।

চ্যাপেলের মতো আরেক আলোচিত তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার। গত বছর তরুণেরা বুঁদ ছিলেন তাঁর ‘এক্সপ্রেসো’ গানে। এ গানের জন্য গ্র্যামিতে বেস্ট পপ সোলো পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন সাবরিনা। এটা ছাড়াও ‘শর্ট অ্যান্ড সুইট’ অ্যালবামের জন্য বেস্ট পপ ভোকাল অ্যালবাম পুরস্কারও উঠেছে সাবরিনার হাতে।

আলোচিত সিঙ্গেল ‘ডাই উইথ আ স্মাইল’-এর জন্য বেস্ট পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন লেডি গাগা ও ব্রুনো মার্স।

পুরস্কার হাতে সাবরিনা কার্পেন্টার। রয়টার্স
পুরস্কার হাতে সাবরিনা কার্পেন্টার। রয়টার্স

এবার আসা যাক গুরুত্বপূর্ণ তিন ক্যাটাগরির পুরস্কারে। অনেকে ধরেই নিয়েছিলেন সং অব দ্য ইয়ার, অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার বিভাগুলোতে বিয়ন্সে, টেলর সুইফট অথবা চার্লি এক্সসিএক্স বাজিমাত করবেন কিন্তু সবাইকে চমকে দিয়েছেন কেনড্রিক লামার।

পাঁচটি গ্র্যামি জিতেছেন কেনড্রিক লামার। রয়টার্স
পাঁচটি গ্র্যামি জিতেছেন কেনড্রিক লামার। রয়টার্স

তরুণ এই র‍্যাপার ‘নট লাইক আস’-এর জন্য জিতেছেন রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কার, একই গানের জন্য সং অব দ্য ইয়ার পুরস্কারও জিতেছেন তিনি। সব মিলিয়ে এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পাঁচ পুরস্কার জিতেছেন লামার।

গত বছরের ২৯ মার্চ মুক্তি পায় ‘কাউবয় কার্টার’। বিয়ন্সের এটি অষ্টম স্টুডিও অ্যালবাম। এই অ্যালবামে গানে গানে মূলত কৃষ্ণাঙ্গ কাউবয়দের সংস্কৃতি তুলে ধরেছেন বিয়ন্সে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে লোকসংগীত, রক অ্যান্ড রোল, জ্যাজ, পপসহ নানা ধরনের গান শুনে বড় হয়েছেন বিয়ন্সে। অ্যালবামটিতে শৈশব আর কৈশোরে শোনা সেই সব গানের মূল ভাব ছড়িয়ে দিয়েছেন এই প্রজন্মের শ্রোতাদের কাছে। এ অ্যালবামের জন্যই গ্র্যামিতে ১১ মনোনয়ন বাগিয়েছিলেন বিয়ন্সে।

বিয়ন্সের হাতে পুরস্কার তুলে দেন টেলর সুইফট। রয়টার্স
বিয়ন্সের হাতে পুরস্কার তুলে দেন টেলর সুইফট। রয়টার্স

এ অ্যালবামটির জন্যই অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন গায়িকা। সবচেয়ে বেশি গ্র্যামি পুরস্কার বিয়ন্সের দখলে থাকলেও আগে কখনোই অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পাননি তিনি। তাই এবারের গ্র্যামি তাঁর কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। এ ছাড়া সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার জিতেছেন বিয়ন্সে; এই প্রথম এ বিভাগের পুরস্কার উঠল কোনো কৃষ্ণাঙ্গ গায়িকার হাতে। ১১ মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত বিয়ন্সে পেয়েছেন দুই পুরস্কার।

এবারের গ্র্যামিতে বড় চমক বিটলসের ফেরা! গত বছর এআই প্রযুক্তির সাহায্যে মুক্তি পায় আলোচিত ব্রিটিশ ব্যান্ডটির নতুন গান ‘নাউ অ্যান্ড দেন’। এ গানটির জন্য বেস্ট রক পারফরম্যান্স পুরস্কার জিতেছে ব্যান্ডটি।

গানে গানে মঞ্চে ঝড় তোলেন শাকিরা। রয়টার্স
গানে গানে মঞ্চে ঝড় তোলেন শাকিরা। রয়টার্স

গত মাসে লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে গ্র্যামির আয়োজনই অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে দাবানলের আঁচ কমেছে, শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই হচ্ছে অনুষ্ঠান। তবে গ্র্যামিতে ছিল দাবানলের আঁচ। এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে গ্র্যামিতে ছিল ‘আ লাভ এল.এ’ শিরোনামের পারফরম্যান্স। দাবানলে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে লেডি গাগা ও ব্রুনো মার্সের পরিবেশনাও ছিল।

গত বছরের নভেম্বরে প্রয়াত সংগীত প্রযোজক কুইন্সি জোন্সকে উৎসর্গ করে ছিল আরও একটি বিশেষ পরিবেশনা।

No comments:

Post a Comment

Powered by Blogger.

Search This Blog

About Us

About Us
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Editors Choice

3/recent/post-list