www.chini24.online

www.chini24.online detailed reporting and presentation of information about current events, issues, or stories.

Subscribe Us

Friday, 14 February 2025

আমরা নিবন্ধনটা এখনো ফিরে পাইনি, এটা বাংলাদেশের জন্য লজ্জার: জামায়াত আমির

 

নরসিংদীতে দলীয় জনসভায় জামায়াতের আমির শফিকুর রহমান। শুক্রবার বিকেলে শহরের সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউট খেলার মাঠে
নরসিংদীতে দলীয় জনসভায় জামায়াতের আমির শফিকুর রহমান। শুক্রবার বিকেলে শহরের সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউট খেলার মাঠে



জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সব কটি কার্যালয় কার্যত সিলগালা করে রাখা হয়েছিল। জামায়াত একমাত্র দল, যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। দুঃখের বিষয়, ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, কিন্তু আমরা নিবন্ধনটা এখনো ফিরে পাইনি। নিবন্ধনের জন্য এখনো আদালতে লড়াই করতে হচ্ছে। এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। অন্যায়ের কাছে, ফ্যাসিবাদের কাছে মাথা নত না করার কারণে কেড়ে নেওয়া নিবন্ধনটা ফ্যাসিবাদের পরিবর্তনের সঙ্গে ফিরিয়ে দেওয়া উচিত ছিল।’

আজ শুক্রবার বিকেলে নরসিংদী জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথাগুলো বলেন। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

নরসিংদী শহরের সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউট খেলার মাঠে এ জনসভা হয়। গণহত্যাকারী ফ্যাসিস্ট ও তার দোসরদের দ্রুত বিচার এবং বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়।

জামায়াত আমির তাঁর বক্তব্যে বলেন, ‘অবশ্যই নির্বাচন হতে হবে, কিন্তু যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়। যে নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটি নির্বাচন আমরা চাই।’

অবশ্যই নির্বাচন হতে হবে, কিন্তু যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়। যে নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটি নির্বাচন আমরা চাই।
শফিকুর রহমান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী










শফিকুর রহমান বলেন, ‘সত্যিকারের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার, তাদের বাদ দিতে হবে। যে যুবকদের ভোটার হওয়ার বয়স হয়েছে, কিন্তু নাম তালিকাভুক্ত হয়নি, তাঁদের তালিকাভুক্ত করতে হবে। জুলাই আন্দোলন করতে গিয়ে বিদেশেও ভাইয়েরা জেলে গিয়েছেন। তাঁরা একই সঙ্গে আমাদের পাশে থেকে যুদ্ধ করেছেন। রেমিট্যান্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্ল্যাগ দেখিয়েছেন, আমরা তাঁদের স্যালুট জানাই। প্রত্যেকটি প্রবাসী ভাই ও বোনের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’

আমির শফিকুর রহমান আরও বলেন, ‘যাঁরা মাঠ প্রশাসনে আছেন, যাঁরা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, যাঁদের হাত থেকে জনগণের টাকায় কেনা বুলেট এসে জনগণের বুকে লেগেছে, তাঁদের আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না। কিন্তু প্রশাসনের সৎ ও দেশপ্রেমিক অফিসার যাঁরা আছেন, তাঁদের আমরা কথা দিচ্ছি, আপনাদের দায়িত্ব পালনে আপনাদের হাতে হাত রেখে দেশবাসী কাজ করবেন।’

জনসভায় নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোছলেহ উদ্দিনের সভাপতিত্ব ও সেক্রেটারি জেনারেল আমজাদ হোসেন সঞ্চালনা করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান, কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আবদুস সাত্তার, আবদুল মান্নান, মজলিশে শুরা সদস্য মশিউল আলম, মাওলানা মমিনুল হক, মাওলানা দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার, মুন্সিগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রহুল কুদ্দুস প্রমুখ।

No comments:

Post a Comment

Powered by Blogger.

Search This Blog

About Us

About Us
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Editors Choice

3/recent/post-list