www.chini24.online

www.chini24.online detailed reporting and presentation of information about current events, issues, or stories.

Subscribe Us

Monday, 24 February 2025

চ্যাম্পিয়নস ট্রফি কিং কোহলির 'বিরাট' কীর্তি

 

বিরাট কোহলি

রেকর্ড, অর্জন, কীর্তি- সবই যে ভুরি ভুরি বিরাট কোহলির। সবটাই যেন তার কাছে মুড়ি-মুড়কির মতো ব্যাপার। কত সব অ্যাচিভমেন্ট যে তার পায়ে লুটোপুটি খেয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। মাঝে সময়টা খারাপ গেলেও চ্যাম্পিয়নস ট্রফিতে পা রেখেই ব্যাটিংয়ের হারানো ফর্মটা খুঁজে পেলেন। কিং কোহলি আদায় করে নিলেন দুর্বার এক সেঞ্চুরি (১০০*)। সেটি আবার পাকিস্তানের বিপক্ষে স্নায়ুক্ষয়ী মহারণে। স্বাভাবিকভাবেই যার মাহাত্ম্য অন্য কিছুর চেয়ে আলাদা!

রেকর্ড, অর্জন, কীর্তি- সবই যে ভুরি ভুরি বিরাট কোহলির। সবটাই যেন তার কাছে মুড়ি-মুড়কির মতো ব্যাপার। কত সব অ্যাচিভমেন্ট যে তার পায়ে লুটোপুটি খেয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। মাঝে সময়টা খারাপ গেলেও চ্যাম্পিয়নস ট্রফিতে পা রেখেই ব্যাটিংয়ের হারানো ফর্মটা খুঁজে পেলেন। কিং কোহলি আদায় করে নিলেন দুর্বার এক সেঞ্চুরি (১০০*)। সেটি আবার পাকিস্তানের বিপক্ষে স্নায়ুক্ষয়ী মহারণে। স্বাভাবিকভাবেই যার মাহাত্ম্য অন্য কিছুর চেয়ে আলাদা!%রেকর্ড, অর্জন, কীর্তি- সবই যে ভুরি ভুরি বিরাট কোহলির। সবটাই যেন তার কাছে মুড়ি-মুড়কির মতো ব্যাপার। কত সব অ্যাচিভমেন্ট যে তার পায়ে লুটোপুটি খেয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। মাঝে সময়টা খারাপ গেলেও চ্যাম্পিয়নস ট্রফিতে পা রেখেই ব্যাটিংয়ের হারানো ফর্মটা খুঁজে পেলেন। কিং কোহলি আদায় করে নিলেন দুর্বার এক সেঞ্চুরি (১০০*)। সেটি আবার পাকিস্তানের বিপক্ষে স্নায়ুক্ষয়ী মহারণে। স্বাভাবিকভাবেই যার মাহাত্ম্য অন্য কিছুর চেয়ে আলাদা!%

একদিনের ক্রিকেট খেলছেন ২০০৮ সাল থেকে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আগে কখনো খেলা হয়নি কোহলির। হাই ভোল্টেজ পাকিস্তান ম্যাচ দিয়ে সেই অপূর্ণতা ঘুচিয়ে ফেললেন। দুবাইয়ে ওয়ানডে অভিষেকে শুধু সেঞ্চুরিই হাঁকাননি তারকা এই ব্যাটার, দারুণ এক কীর্তিও নিজেদের করে নিয়েছেন। এখন পর্যন্ত যতগুলো দেশে একদিনের ম্যাচ খেলেছেন, তার সবগুলো দেশেই জাদুকরী তিন অঙ্কের দেখা পেলেন কোহলি। ১০ দেশে ওয়ানডে খেলে প্রত্যেক দেশেই শতকের দেখা পেলেন ভারতীয় সাবেক এ অধিনায়ক। এমন কীর্তি নেই আর কারোর। ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত- এই ১০ দেশে ওয়ানডে খেলে অন্তত একটি সেঞ্চুরি আদায় করে নতুন ইতিহাস রচনা করলেন কোহলি।

কোহলির আগে ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির মালিক ছিলেন শচীন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট কিংবদন্তির ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন কোহলি ২০২৩ সালেই। পাকিস্তান ম্যাচের শতক দিয়ে তার সেঞ্চুরির সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১টিতে।

পাকিস্তান ম্যাচে তার আরো অর্জন রয়েছে। একদিনের ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রানের নতুন মাইলফলক গড়েছেন বিরাট কোহলি। শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে পাকিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি ২৮৭ ইনিংসে। ৩৫০ ইনিংসে আগের রেকর্ডটি গড়েছিলেন শচীন।

১৪ হাজারি রানের ক্লাবে পৌঁছানোর আগে আরেকটি রেকর্ড গড়েন কোহলি। একই ম্যাচে মোহাম্মদ আজহারউদ্দিনকে (১৫৬) পেছনে ফেলে ওয়ানডেতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার (উইকেটরক্ষক বাদে) রেকর্ডটিও নিজের করে নিয়েছেন এই ক্রিকেট স্টার (১৫৮)।

ম্যাচ শেষে ফিল্ডিং নিয়ে কোহলি বলেন, ‘আমি নিজেকে বারবার বলতে থাকি, ফিল্ডিংয়ে ১০০% দিতে হবে। এ নিয়ে গর্বও অনুভব করি। আপনি যখন মাথা নিচু রেখে নিজের কাজটা করবেন, কাজ হবে। পরিষ্কার একটা ধারণা গুরুত্বপূর্ণ, বলে যখন গতি থাকবে, আপনাকে রান করতে হবে।’

ওয়ানডের সেরা পাঁচ সেঞ্চুরিয়ান

ব্যাটার দেশ সেঞ্চুরি

বিরাট কোহলি ভারত ৫১

শচীন টেন্ডুলকার ভারত ৪৯

রোহিত শর্মা ভারত ৩২

রিকি পন্টিং অস্ট্রেলিয়া ৩০

সনাৎ জয়াসুরিয়া শ্রীলঙ্কা ২৮

ভারতের হয়ে সর্বাধিক ক্যাচ

ক্রিকেটার ম্যাচ ক্যাচ

বিরাট কোহলি ২৯৯ ১৫৮

মোহাম্মদ আজহারউদ্দিন ৩৩৪ ১৫৬

শচীন টেন্ডুলকার ৪৬৩ ১৪০

রাহুল দ্রাবিড় ৩৪০ ১২৪

সুরেশ রায়না ২২৬ ১০২

ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রান

ব্যাটার দেশ ইনিংস

বিরাট কোটলি ভারত ২৮৭

শচীন টেন্ডুলকার ভারত ৩৫০

কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা ৩৭৮

সর্বাধিক দেশে ওয়ানডে সেঞ্চুরি যাদের

ব্যাটার দল কত দেশে খেলেছেন কত দেশে সেঞ্চুরি

সনাৎ জয়াসুরিয়া শ্রীলঙ্কা ১৫ ১২

শচীন টেন্ডুলকার ভারত ১৬ ১২

ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ১৫ ১০

বিরাট কোহলি ভারত ১০ ১০

No comments:

Post a Comment

Powered by Blogger.

Search This Blog

About Us

About Us
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Editors Choice

3/recent/post-list