www.chini24.online

www.chini24.online detailed reporting and presentation of information about current events, issues, or stories.

Subscribe Us

Monday, 24 February 2025

চীন সফরে বিএনপি নেতাসহ ২২ সদস্যের টিম

 

এবার বেইজিং গেলেন বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। চীন সরকারের বিশেষ আমন্ত্রণে ১০ দিনব্যাপী এ সফরের টিমে আছেন ২২ জন সদস্য। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ছাত্র প্রতিনিধি এবং সাংবাদিকরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

সোমবার রাত ১০টা ৪০ মিনিটে বিমানের একটি ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

এর আগে গত ২৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জামায়াতে ইসলামীর আট সদস্যসহ ইসলামি দলগুলোর ১৪ জন প্রতিনিধিকে চীন সফরে আমন্ত্রণ জানায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন সরকার। এর আগে বিএনপির আরেকটি প্রতিনিধিদল চীন সফর করে।

টিমে থাকা বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন জানান, সফরকালে প্রতিনিধিদলটি চীনের রাজধানী বেইজিংসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যাবে এবং দেশটির শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সফর শেষে আগামী ৬ মার্চ প্রতিনিধিদল ঢাকায় ফিরে আসবে।

আরেক সদস্য ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, সফরকালে প্রতিনিধিদলটি চীনের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে এবং আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবে। সফরের মূল লক্ষ্য চীনের অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত উদ্ভাবন, শিক্ষাব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা এবং সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে জোরদার করা।

প্রতিনিধিদলে রয়েছেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও তার সহধর্মিণী অ্যাডভোকেট রোকসানা খন্দকার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. লাইলুফার ইয়াসমিন, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ডিকাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন, ইউএনবির বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান জাহাঙ্গীর, গবেষক মিতু আখতার, ছাত্রপ্রতিনিধি নাহিয়ান সাজিদ খান, আলী আহসান জুনায়েদ, রাফি সালমান রিফাদ ও রিয়াজ হোসাইন।

No comments:

Post a Comment

Powered by Blogger.

Search This Blog

About Us

About Us
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Editors Choice

3/recent/post-list