রাজধানীর বনানী এলাকায় মাস তিনেক আগে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা বেশ শোরগোল ফেলেছিল। তবে ওই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। এরই মধ্যে দুবার হাতবদল হয়ে মামলার তদন্তভার এখন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে। পুলিশ বলেছে, ধর্ষণের
ঘটনা প্রমাণে আইনি বাধ্যবাধকতা মেনে শিশুটির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা জমা দেওয়া হয়েছে। তবে গ্রেপ্তার না হওয়ায় আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা যায়নি।
অর্থাৎ আলোচিত এ ধর্ষণ মামলার নমুনা এখন ‘হাফ কেস’ হয়ে রয়েছে। ডিএনএ ল্যাবের ভাষায়, যেসব ধর্ষণ মামলায় শুধু ভুক্তভোগী ও ঘটনাস্থলের জিনিসপত্রের ডিএনএ নমুনা জমা দেওয়া হয়, সেগুলো ‘হাফ কেস’ বা অসম্পূর্ণ নমুনা। আর ভুক্তভোগী ও আসামি—দুজনেরই ডিএনএ নমুনা পরীক্ষার জন্য জমা হলে সেগুলো বলা হয় ‘ফুল কেস’।
No comments:
Post a Comment